সেই ১২ কৃষকের জামিন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৭ ১৫:০৩:৫৬


পাবনার ঈশ্বরদীতে ঋণ খেলাপি মামলায় গ্রেফতার ১২ কৃষককে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক মো. শামসুজ্জামান তাদের জামিন আবেদন গ্রহণ করেন।

সেই সঙ্গে এই মামলার বাকি ২৫ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারক। তারা আজকেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

জামিন পাওয়া কৃষকরা হলেন- ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আলম প্রামাণিক (৫০), মাহাতাব মণ্ডল (৪৫), কিতাব আলী (৫০), হান্নান মিয়া (৪৩), মোহাম্মদ মজনু (৪০), মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), আব্দুল গণি মণ্ডল (৫০), শামীম হোসেন (৪৫), সামাদ প্রামাণিক (৪৩), নূর বক্স (৪৫), মোহাম্মদ আকরাম (৪৬) ও রজব আলী (৪০)।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান সুমন, অ্যাডভোকেট মইনুল ইসলাম মোহন এবং সিনিয়র অ্যাডভোকেট কাজী সাজ্জাদ ইকবাল লিটন।

এর আগে ৩৭ কৃষকের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ১২ জনকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এম জি