কক্সবাজারের সাবেক এমপি বদিকে ষাঁড়ের গুঁতো
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৭ ২১:৩৪:৪৫
কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি লড়াইরত ষাঁড়ের পায়ে পিষ্ট হয়েছেন। ষাঁড়ের পায়ে পিষ্ট হলেও প্রাণে বেঁচে আছেন তিনি। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।
রোববার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় দুই যুবক রোববার ষাঁড়ের লড়াই আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। এসময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত ষাঁড় তার দিকে ছুটে আসে এবং গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়।
এসময় ষাঁড়ের পায়ে পিষ্ট হয়ে আহত হন বদি। এরপর তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।
এএ