স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৮ ১৬:০০:১৫


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী ওরফে কুবেদ নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামি কোবাদ আলী আদালতে উপস্থিত ছিলেন। কোবাদ আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর-মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই পারিবারিক কলহের জের ধরে কোবাদ তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আয়েশা।

মামলায় আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এছাড়াও আসামি কোবাদ আলী ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে নেন।

এম জি