বিএসইসি এবং ডিএসই’র কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ১৮:০১:১৪
পরিদর্শন এবং অনুসন্ধানের সাথে জড়িত কর্মকর্তাদের জন্য তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা রোববার (২৭ নভেম্বর) উদ্ভোধন করা হয়েছে। কর্মশালাটি ২৭-২৯ নভেম্বর ২০২২ তারিখ ডিএসই’র ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র পরিচালক মোঃ মনসুর রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসই’র সিআরও খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ।
ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ স্বাগত বক্তব্যে বলেন, আজকের ওয়ার্কশপটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী। আমরা বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ইনভেস্টিগেশন, ইন্সপেকশন ও ইনকোয়েরি করে থাকি। তবে বিএফআইইউ, এন্টিকরাপশন কমিশন ও পিবিআই এর আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে। তারা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমাদের কর্মকর্তাবৃন্দ তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে। পরবর্তী এর ফলে আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে।
বিএসইসি’র পরিচালক মোঃ মনসুর রহমান বলেন, বিএসইসি প্রয়োজনে তার অধীন রেজিস্টার এনটিটিগুলোকে ইনকোয়েরি ও ইনভেস্টিগেশন করে থাকে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আপনারা ইনকোয়েরি ও ইনভেস্টিগেশন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। যার ফলে পরবর্তীতে যে সকল ইনকোয়েরি ও ইনভেস্টিগেশন করা হবে তা আরও যথাযথ হবে।
বিএসইসি’র কমিশনার মোঃ আব্দুল হালিম বলেন, বিএসইসিতে আমার কাজের মূল জায়গা হলো ইন্সপেকশন ও মনিটরিং। আর আমাদের মূল কাজ হলো এর অধীনস্থ প্রতিস্ঠানগুলোকে আইন মেনে চলানো। অনেকসময় দেখা যায় আমাদের অফিসারগণ যে রিপোর্ট করে তার মাধ্যমে ভালফল পাওয়া যায় না। যার ফলে অনেক সময় আদালতকে এড়িয়ে চলার চেষ্টা করা হয়। আমরা আমাদের কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে চাই। এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনাদের আই ওপেনিং হবে। আমরা যদি ইনকোয়েরি এবং ইনভেস্টিগেশন যথাযথভাবে করতে পারি তবে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং পুঁজিবাজারের আকার অনেক বৃদ্ধি পাবে।
পরবর্তীতে তিনি প্রশিক্ষণ কর্মশালাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এন্টিকরাপশন কমিশনের পরিচালক উত্তম কুমার মন্ডল। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, পিবিআই, দুদক, বিএসইসি ও ডিএসইসি’র প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এএ