‘মাঙ্কিপক্স’ এর নতুন নাম ‘এমপক্স’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৯ ১০:০০:৫১


‘মাঙ্কিপক্স’ রোগের নাম বদলে রোগটির নতুন নামকরণ করা হয়েছে ‘এমপক্স’।

সোমবার (২৮ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জেনেভা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি বলেছে, আগামী এক বছর রোগটির ক্ষেত্রে দুটি নামই ব্যবহার করা হবে। অর্থাৎ ‘মাঙ্কিপক্স’ ও ‘এমপক্স’ ব্যবহার করা হবে। এক বছর পর রোগটিকে শুধুই ‘এমপক্স’ বলে ডাকা হবে।

বিশেষজ্ঞদের ধারাবাহিক কয়েকটি সভার পর এই নাম বদলের সিদ্ধান্ত নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নাম বদলের কারণ ব্যাখ্যা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রোগটির নামের সঙ্গে বর্ণবাদের গন্ধ রয়েছে, কলঙ্কের ঝুঁকি আছে। বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি নামটি পরিবর্তনের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ জানাতে থাকেন। সেই পরিপ্রেক্ষিতে রোগটির নাম বদল করা হয়েছে।

সূত্র: ডব্লিউএইচও