বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুকে খুন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১১-২৯ ১৪:১১:৫৬
চাঁদপুরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাতে খুন হয়েছেন মেহেদী (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্র। এই খুনের দায়ে বরকত (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদীর এলাকার হেলাল বেপারির ছেলে।
হেলাল বেপারি বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বরকত মারধর করে। এর পর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়।
এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বাড়ি থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রউফ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বরকতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
এম জি