‘সমাবেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে ভুল করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-৩০ ১৩:৪৮:০৮


সমাবেশ নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশে আইনশৃঙ্খলা ভঙ্গ করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে ভুল করবে বিএনপি।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠান শেষে তিনি এক কথা বলেন।

সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে কী হবে-এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে, সে বিষয়টি আদালত দেখবে।

এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে; সরকারও সিদ্ধান্ত নেবে। তিনি জানান, সৎ উদ্দেশ্যেই ওই স্থানে বিএনপি সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, তারা ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে। যা নয়াপল্টনে সম্ভব নয়।

এম জি