বৃহস্পতিবার লেনদেনে ফিরবে ১০ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-৩০ ১৪:৪৯:০৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত ১০ কোম্পানি রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার আগামীকাল বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) শেয়ার লেনদেনে ফিরবে।

ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

কোম্পানিগেুলো হলো : বিডি সার্ভিসেস, খান ব্রাদর্সা, পাওয়ার গ্রীড, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল টিউবস, প্রিমিয়ার লিজিং, শমরিতা হসপিটাল, এসোসিয়েটেড অক্সিজের, তশরিফা এবং জেএমআই হসপিটাল।

জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি ১০টির শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর ০১ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

এনজে