১৫২৭ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-৩০ ১৬:২৩:৫৩


টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়সহ ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৫২৭ কোটি টাকা।

বুধবার (৩০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাবে অনুমোদন অর্থের পরিমাণ ১৫২৭ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৮৫৯ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৯ম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ৬৭৯.৬৫ মার্কিন ডলার হিসেবে এই সার আমদানি করতে মোট ব্যয় হবে ৩ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩৫৮ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৯২৫ টাকা।

তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন টিএসপি সার ৪৭৪ মার্কিন ডলার হিসেবে এই সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি ৬৭ হাজার ৮০০ টাকা।

সভায় ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় প্যাকেজ নম্বর ডব্লিউডি-২ এর পূর্ত কাজ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে সিসিইসিসি, চায়না, সাফবন, চায়না এবং এসএমএইডিআই, চায়না প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪২০ কোটি ৬ লাখ ৪০ হাজার ৬২১ টাকা।

ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় প্যাকেজ নম্বর ডব্লিউডি-৩ এর পূর্ত কাজ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে জিপসাম স্ট্রাকচারাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ইএমআইটি গ্রুপ এরকোলি মেরিলি টেকনোলজি, ইতালি এবং খিলারি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া। প্রকল্পে ব্যয় হবে ২২৯ কোটি ৭২ লাখ ৬ হাজার ২৫০ টাকা।

তিনি বলেন, ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’-এর প্যাকেজ নম্বর এসডি-১ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। পিইসি কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান ডিওএইচডব্লিউএ ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করবে। এজন্য ব্যয় হবে ৭০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৬৬৩ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয়ের মাধ্যমে ক্রয়ের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি লিটার ১৫৬ দশমিক ৯৮ টাকা হিসেবে এতে ব্যয় হবে ২৯৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা।

এএ