ইসরাইলের এজেন্ট সন্দেহে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০১ ১৪:১৩:৩৫
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও অপহরণের অভিযোগে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের আদালত। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের-এর এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
ইসরায়েলি সরকারের সঙ্গে সহযোগিতা ও দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করাসহ অপহরণের অভিযোগে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় বলে জানায় মেহের নিউজ এজেন্সি। এসব ব্যক্তিকে ইরানের বিপ্লবী গার্ড ও গোয়েন্দা মন্ত্রণালয়ের সদস্যরা গ্রেপ্তার করেছে বলে জানা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার যোগসাজশে এসব লোক সরকারি ও বেসরকারি সম্পত্তির ধ্বংস সাধন করেছে। একই সঙ্গে এসব ব্যক্তি অপহরণ ও ভুয়া স্বীকারোক্তি প্রদানের সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলা হয়।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট দণ্ডিত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ না করে তাদের নাম প্রকাশ করেছে। বিবরণ অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এসব প্রতিনিধি হলেন হোসেইন ওর্দোখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানুচেহর শাহবন্দি বোজান্দি।
এম জি