ফের ডিএসইর পরিচালক হচ্ছেন শাকিল রিজভী ও শাহজাহান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-০১ ১৮:২৫:৪৪


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামি ৩ বছরের জন্য পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন মো. শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান। যারা বর্তমানেও পর্ষদে রয়েছেন। তবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এলক্ষ্যে তিন সদস্যের কমিশন গঠন করে ডিএসইর পরিচালনা পর্ষদ। কমিশনে চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্ট ডিভিশনের বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে। সদস্য করা হয়েছে মোরশেদ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমান এবং স্টক অ্যান্ড বন্ডের পরিচালক মোহাম্মদ এ হাফিজকে।

ডিএসইর সংঘস্মারকের ১৪০ অনুচ্ছেদ অনুযায়ী শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পথে। এই শেষ হওয়া পদে দুজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য আগামি ২২ ডিসেম্বর ভোটের দিন নির্ধারন করা হয়েছিল।

এর আগে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য্য করা হয়েছিল। যার শেষ দিন ছিল আজ। এই সময়ের মধ্যে দুটি পদে শুধুমাত্র শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাতে করে তারা দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ