নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, নিহত ৫
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১২-০২ ১১:৩৪:৩৭
যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ায় চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মনিরামপুর উপজেলার বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে।
মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন এসব তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে দুইজন পিতা-পুত্র রয়েছে।
নিহতরা হলেন- মনিরামপুরের দানিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান ও তার শিশুপুত্র তাওসিফ, তহিদুর রহমান, সামছুর রহমান এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি কাভার্ডভ্যন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে হোটেলে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই যশোর-মনিরামপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এম জি