কুষ্টিয়ায় ট্রাক-বাইকের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-০৩ ১২:৩৮:৪৬


কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বারো মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়ার ৪৭ বছর বয়সী সাজ্জাদ হোসেন মিন্টু ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের ২৫ বছর বয়সী শারমিন খাতুন। মিন্টু রূপপুর পারমাণবিক কেন্দ্রে ও শারমিন ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। শারমিন মিন্টুর চাচাতো ভাইয়ের স্ত্রী।

ভেড়ামারা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে মিন্টু ও শারমিন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। বারো মাইল এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

এম জি