বিএনপির সমাবেশের অর্থ কোথা থেকে আসছে, প্রশ্ন কাদেরের
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১২-০৩ ১৫:১৪:০৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও আইভি রহমানসহ ২৩ জনের প্রাণহানির ঘটনার প্রধান নায়ক হলেন তারেক রহমান। জিয়াউর রহমানই ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড।
ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের অর্থ কোথা থেকে আসছে, এমন মন্তব্যও করেন তিনি।
শনিবার (৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির হাওয়া ভবন ও দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।
আওয়ামী লীগের এ সম্মেলনে অংশ নিয়েছেন আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনিসহ কেন্দ্রীয় আরও বেশ কয়েকজন নেতা। এর আগে, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। শহরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের প্রত্যাশা তৃণমূলের মানুষের।
এম জি