জুনের পর ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৩ ১৫:৩৭:১৩


বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জুনের পর থেকে ডিজেল দিয়ে আর বিদ্যুৎ উৎপাদন করবে না সরকার।

শনিবার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি রুপান্তর বিষয়ক সেমিনারে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ৪ থেকে ৫ বছরের মধ্যে স্মার্ট গ্রিড বাস্তবায়নের কাজ শেষ হবে। আর তা সম্পন্ন হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এ সংক্রান্ত ভোগান্তিও কমবে। এনার্জি রিপোর্টার্স ফোরাম আয়োজিত এ সেমিনারে স্বল্পমূল্যে জ্বালানি সরবরাহ প্রধান চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন জানান, তেল ও গ্যাস আমদানি বেসরকারি খাতে উন্মুক্ত করতে চায় সরকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ম. তামিম।

এম জি