১৬.৭ শতাংশ কমেছে ভারতের চা উৎপাদন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১২-০৪ ০৯:২৯:২৭
ভারতে চলতি বছরের অক্টোবরে চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৬ লাখ ৭০ হাজার কেজিতে। ১ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির চা বোর্ড।
এ বিষয়ে চা বোর্ড সংশ্লিষ্টরা জানান, ভারতে শীর্ষ চা উৎপাদন অঞ্চলগুলোর মধ্যে একটি আসাম। অক্টোবরে এ অঞ্চলে উৎপাদন ধসের মুখে পড়ে, যা জাতীয় উৎপাদনকে প্রভাবিত করে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ আসাম থেকে মোট চা উৎপাদনের অর্ধেকেরও বেশি আসে। চা বোর্ড বলছে, অক্টোবরে প্রদেশটিতে ৮ কোটি ৯৬ লাখ কেজি চা উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম।
বর্তমানে চা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। জুন-অক্টোবর পর্যন্ত দেশটিতে স্বাভাবিকভাবেই চা পাতা উত্তোলন বৃদ্ধি পায়। কিন্তু এ বছরের অক্টোবরে তা কমে গিয়েছে। আর এতে করে বৃদ্ধি পেয়েছে পণ্যটির গড় দাম। টি বোর্ড জানায়, অক্টোবরে প্রতি কেজি চা ১৮৫ দশমিক ১৬ রুপিতে বিক্রি হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি।
এদিকে চায়ের রফতানি বৃদ্ধির নতুন এক সুযোগ তৈরি হয়েছে ভারতের জন্য। এটি কাজে লাগিয়ে চলতি বছর প্রায় ২৩ কোটি কেজি চা রফতানি করতে সমর্থ হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ)। পাশাপাশি ২০২৫ সালের মধ্যে বার্ষিক চা রফতানি প্রায় ৩৫ কোটি কেজিতে পৌঁছবে বলেও আশা করছে প্রতিষ্ঠানটি।
এনজে