পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৩ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৪ ১০:১২:৩০
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলার আকোরা খট্টকে সন্ত্রাসীদের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হেড কনস্টেবল মঞ্জুর, কনস্টেবল আমানুল্লাহ ও কনস্টেবল আয়াজ। নিহতদের মরদেহ নওশেরা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নওশেরা পুলিশের মুখপাত্র দুররানি পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে বলেন, হামলায় তিনজন পুলিশ সদস্য মারা গেছেন। হামলাকারীরা একটি পুলিশ ভ্যানকে টার্গেট করেছিল।
তিনি আরও জানান, হামলার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরে তারা এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান এখনো চলছে।
এদিকে এ ঘটনার তদন্ত প্রতিবেদন তলব করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না’। এ ছাড়া তিনি নিহতদের জন্য দোয়া এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এম জি