কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : মানববন্ধন
আপডেট: ২০১৬-০৪-০২ ১৬:৫৫:৫৯
কিশোরগঞ্জের বৌলাই এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের হাবিবনগর এলাকায় শত শত এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা গেছে, গত সোমবার রাতে পাশের বাড়িতে টিভি দেখতে যাওয়ার সময় বৌলাই ভরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ভরাটি গ্রামের আব্দুল মালেকের বখাটে ছেলে শফিক। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় শফিক।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে মানবনন্ধনের সময় রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করতে থাকে এলাকাবাসী। এ সময় রাস্তার দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে ধর্ষককে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সানবিডি/ঢাকা/আহো