শিশুদের প্রোগ্রামিং দক্ষতা দেশকে সমৃদ্ধ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আপডেট: ২০১৬-০৪-০২ ১৭:০১:০০
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সরকার ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কর্মসূচী’ শুরু করেছে। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীরা প্রোগ্রামিং শেখার সুযোগ পাচ্ছে। তারা প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠছে। শিশুদের এই দক্ষতা বাংলাদেশকে সমৃদ্ধ করবে।
শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মিলনায়তনে আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার রাজশাহী পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জানাতে এবং নতুন প্রোগ্রাম উদ্ভাবনের উদ্দেশ্যে দেশের ১৬টি শহরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজশাহী অঞ্চলে এই প্রতিযোগিতার তত্ত্বাবধায়ন করছে রুয়েটের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। এতে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের এক সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রোগ্রামিং কনটেস্ট, কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সানবিডি/ঢাকা/আহো