বাসায় বাসায় হানা দিচ্ছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৫ ১২:০৯:০৩


গণসমাবেশকে কেন্দ্র করে নানাভাবে আইনশৃঙ্খলা বাহিনী ঝামেলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

রিজভী বলেন, সরকার নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকার এখন বাসায় বাসায় হানা দিচ্ছে। ফ্যাসিস্ট সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে বেইলিরোড এলাকায় ঢাকা বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, নয়াপল্টনে সমাবেশের জায়গা দেবে বলে আশা প্রকাশ করছি। কেননা নেতাকর্মীরা নয়াপল্টন এলাকাকে নিরাপদ স্থান মনে করেন।

এম জি