টেক্সটাইল খাতে গোল্ড অ্যাওয়ার্ড পেল প্যারামাউন্ট টেক্সটাইল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ১৭:২৪:৫৯


প্যারামাউন্ট টেক্সটাইল “টেক্সটাইল উৎপাদন খাতে” কোম্পানীতে সুশাসন নিশ্চিত করার জন্য পর পর চারবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সম্প্রতি আইসিএমএবি কর্তৃক আয়োজিত ‘ আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড -২০২১’ এ বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এর নিকট থেকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক অলক কুমার দাস কোম্পানীর পক্ষে উক্ত পুরষ্কার গ্রহণ করেন।

এএ