আকস্মিক কাতার সফরে আমিরাতের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ১৯:৪০:১৭
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আকস্মিক সফরে কাতার গিয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি দেশ কাতারকে বয়কট ঘোষণা দেয়ার পর এই প্রথম সোমবার (৫ ডিসেম্বর) ইউএই’র প্রেসিডেন্ট দোহায় গেলেন। খবর রয়টার্সের।
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবু ধাবিরও শাসক। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির আমন্ত্রণে তিনি দোহা সফরে গিয়েছেন। ২০ নভেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ-২০২২ অনুষ্ঠিত হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে বলা হয়, রাজধানী দোহায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাক্ষাত হয়েছে।
এতে বলা হয়েছে, ‘দুই দেশ এবং দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান কাতার সফর করছেন।
২০১৭ সালে রাজনৈতিক বিরোধের জেরে পূর্বঘোষণা ছাড়াই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। ওই সময় তাদের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিচ্ছে। ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে কাতার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিল। সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারিতে বয়কট প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট।
ইতোমধ্যে কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক উন্নতি হয়েছে। গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম যোগ দেন।
এএ