বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তামার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৬ ০৯:০১:৫০


বৈশ্বিক বাজারে তামার দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীন মহামারি করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়ায় ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি ডলারের দুর্বল বিনিময় মূল্যও দাম বাড়াতে সহায়তা করছে। খবর বিজনেস রেকর্ডার।

সোমবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৫০৫ ডলার ৫০ সেন্টে। ১৪ নভেম্বরের পর এটি সর্বোচ্চ দাম। ওই সময় প্রতি টন তামার মূল্য দাঁড়িয়েছিল ৮ হাজার ৫২০ ডলার ৫০ সেন্টে।

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯৯ ডলার ৭০ সেন্টে। একদিনের ব্যবধানে ধাতুটির দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সাংহাইয়ে ১৬ নভেম্বরের পর এটিও সর্বোচ্চ দাম।

এনজে