আন্দোলন-সংগ্রামে শহীদদের তালিকায় বেশিই ছাত্রলীগ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-০৬ ১৫:২৪:৪১
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়ার আমলে মানুষের স্বাভাবিক চলাফিরার অধিকার ছিলো না। বিএনপির আমলে সারা বাংলাদেশ ছিলো রক্তাক্ত। বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি ক্ষেত্রেই আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরাই বেশি আত্মাহুতি দিয়েছে। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে শহীদদের তালিকায় ছাত্রলীগের নেতাকর্মীরাই বেশি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলন সঞ্চালনা করছেন ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এম জি