ব্রাজিলে রেকর্ড ভুট্টা উৎপাদনের সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৭ ১০:০৩:৪৩


চলতি ২০২২-২৩ বিপণন মৌসুমে ব্রাজিলে রেকর্ড ভুট্টা উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত চাহিদা এবং আকর্ষণীয় দাম কৃষকের উৎপাদন বাড়াতে উৎসাহ জোগাচ্ছে।

এ বিষয়ে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে দেয়া পূর্বাভাসে বলা হয়, এ মৌসুমে ব্রাজিলে ভুট্টা উৎপাদন ১২ কোটি ৬০ লাখ টনের রেকর্ড স্পর্শ করতে পারে। প্রক্ষেপিত উৎপাদন ২০২১-২২ মৌসুমের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। ওই মৌসুমে ১১ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদন করেছিল লাতিন আমেরিকার দেশটি।

এদিকে উৎপাদন বাড়লেও আবাদ পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এফএএস। পূর্বাভাসে বলা হয়, দেশটির ২ কোটি ২৫ লাখ হেক্টর জমিতে এবার ভুট্টা আবাদ করা হবে। গত মৌসুমের তুলনায় আবাদ ৪ শতাংশ বাড়তে পারে।

২০২২-২৩ বিপণন মৌসুমে ব্রাজিল ৪ কোটি ৭০ লাখ টন ভুট্টা রফতানি করবে বলে পূর্বাভাস দিয়েছে এফএএস। গত মৌসুমের তুলনায় রফতানি ২৫ লাখ টন বাড়বে। ইউএসডিএর প্রতিবেদনে দেয়া তথ্যানুযায়ী, আগামী বছর ব্রাজিল চীনে ৫০ লাখ টনেরও বেশি ভুট্টা রফতানি করতে পারে। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ সরবরাহকারীর তকমা ধরে রাখবে ব্রাজিল।

এনজে