নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৭ ১৫:৫১:৪০
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এসময় রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইট ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রস্তুত ছিল প্রিজন ভ্যান ও জলকামানও।
এদিকে সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।
আগামী ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কয়েকশ’ নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। এরইমধ্যে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এম জি