বাসচাপায় বাইক আরোহী দম্পতি নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-০৭ ১৬:২৮:৪০


দিনাজপুরের বিরামপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিরামপুরের টাটকপুর নামক স্থানে মহাসড়কের ওপর দিনাজপুরগামী বিআরটিসি বাসের চাপায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— দিনাজপুর রেল কলোনি এলাকার লোকমান হোসেনের ছেলে সোহেল রানা (৩৭) ও সোহেলের স্ত্রী সেলিনা (২৮)।

নিহতের স্বজনরা জানান, বিরামপুরে জায়গা কেনার জন্য লক্ষাধিক টাকা নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে আসার পথে বাসের চাপায় নিহত হয়েছেন।

বিরামপুর থানার এসআই বাবুল হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম জি