বিএনপিনেতা আমানউল্লাহ আমান আটক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৭ ১৮:৫৯:৪৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ এর দিকে তাঁকে আটক করা হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। তার আগে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। বিকেল ৪টার কিছুক্ষণ পর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আটক করা হয়।
এএ