বিএনপি যে হাতে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দেয়া হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৮ ১৪:০৬:৫৩
বিএনপি যে হাতে আগুন দেবে, সেই হাত আগুনে পুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, লাঠি নিয়ে মারতে এলে, লাঠি দিয়েই পাল্টা জবাব দেয়া হবে। প্রতিহিংসার রাজনীতি করে না আওয়ামী লীগ। তাই ক্ষমতায় এসে অত্যাচারের জবাব দেয়া হয়নি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর, সহযোগী সংগঠন ও দুই সিটি মেয়রের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থেকেও বিএনপির অত্যাচারের প্রতিশোধ নিতে যায়নি আওয়ামী লীগ। তবে, বারবার আঘাত করলে সহ্য করা হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপিকে উস্কানি দিচ্ছে তাদেরও জবাব দিতে হবে।
পলাতক আসামি তারেক রহমানকে ফিরিয়ে আনতে প্রয়োজনে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এম জি