দায়িত্ব পালনকালে এসআইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-০৯ ১৬:৩২:০৯
সিরাজগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুজ্জাতুল ইসলাম (৫০) নামের পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় দায়িত্বরত ছিলেন এসআই হুজ্জাতুল ইসলাম।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এক শোকবার্তায় এতথ্য নিশ্চিত করেন।
হুজ্জাতুল ইসলাম সলঙ্গা থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার তেথুলিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম জি