বিএনপির গণসমাবেশে নাশকতার আশঙ্কা নেই: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-০৯ ১৮:৩৮:৫৯


শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির গণসমাবেশের জন্য দলটিকে অনুমতি দেওয়া গোলাপবাগ মাঠে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল সেটি গোলাপবাগ মাঠে প্রয়োগ করা হবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল আমাদের কমিশনার স্যারের সঙ্গে যখন আলোচনা হয়েছিল তখন তারা (বিএনপি প্রতিনিধি দল) বলেছিলেন, দুইটা ভ্যেনুকে তারা পছন্দ করেছেন। এই দুইটা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামে আর মিরপুর বাংলা কলেজ মাঠ। কিন্তু তারা আবার আজকে চাইলেন গোলাপবাগ মাঠ। কমিশনার স্যারের সঙ্গে কথা বলে গোলাপবাগ মাঠেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

সমাবেশকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শর্ত তো আগের শর্তই থাকবে। আমাদের পর্যাপ্ত পুলিশ সেখানে রয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে সেখানে অনেক পুলিশ কাজ করবে। এর আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম, একই নিরাপত্তার ব্যবস্থা আমরা গোলাপবাগ মাঠে দেবো। আমরা এরইমধ্যে কাজ করছি আশেপাশের এলাকাগুলোও তদারকি করছি, যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনো অরাজকতা তৈরি না হয়। আমরা মনে করি এই লক্ষ্যে আমাদের পুলিশ পোশাক এবং সাদা পোশাকে কাজ করছে। আজকেও তারা বিএনপি এসে আবেদনপত্র জমা দিয়ে গেছেন সেখানে তারা চেয়েছেনই গোলাপবাগ মাঠ। আমাদের কমিশনার তাদের গোলাপবাগ মাঠেই দিয়ে দিয়েছেন। আমি মনে করি তাদের তো আর কোনো সমস্যা নেই। আমরা সবসময় মনে করি তারা একটি সুন্দর সমাবেশ করবেন, কোথাও কোনো বিশৃঙ্খলা করবেন না। এজন্য আমাদের পর্যাপ্ত পুলিশ চতুরপাশে এবং আশেপাশের এলাকাগুলোতে কাজ করবে।

গ্রেফতার হওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো রিমান্ড চেয়েছেন কি না-এমন এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, আমরা জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্টে প্রেরণ করেছি। এখনও আমরা কোনো রিমান্ড চাইনি।

তিনি বলেন, আমারদের যে সিকিউরিটি প্ল্যান, আমরা মনি করি না কোনো হামলার আশঙ্কা আছে। তারপরও আমরা পর্যাপ্ত পুলিশ রেখেছি যাতে এ ধরনের ঘটনা যেন ঘটাতে না পারে।

এএ