টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল পেল ২০৮ কিশোর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-০৯ ১৮:৪৫:৪৪
নওগাঁর আত্রাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেয়েছে ২০৮ কিশোর। আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম নিজস্ব অর্থায়নে এ সাইকেল বিতরণ করা হয়।
শুক্রবার ( ৯ ডিসেম্বর) দুপুরে বিহারীপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে নওগাঁ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সাইকেল দেয়া হয়।
জানা যায়, এসো ভাই নামাজ পড়ি, এসো বন্ধু সমাজ গড়ি লক্ষ্যকে সামনে রেখে ইউনিয়নের আট ওয়ার্ডের আট মসজিদে গত পহেলা অক্টোবর এ নামাজ প্রতিযোগিতা শুরু হয়। একটানা ৪০ দিন চলমান প্রতিযোগিতায় নিজ নিজ মসজিদের ইমাম ও মোয়াজ্জেম বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় তিন শত পঞ্চাশ জন ৮ হতে ১৮ বছরের কিশোররা অংশগ্রহণ করে দুই শত আট জন বিজয়ী হয়।
এব্যাপারে পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে নেশা মুক্ত ধর্মজ্ঞান সম্পন্ন বিবেকবান আদর্শ সমাজিক মানুষ, ইসলাম ধর্ম ঠিকভাবে জানা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।
এএ