গোলাপবাগেও মিলছে না বিএনপির সমাবেশের অনুমতি!
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-০৯ ২০:১৩:৩৩
নানান জল্পনা-কল্পনার পর রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ খেলার মাঠে সমাবেশ করতে বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ। অনুমতি পেয়েই ইতোমধ্যে মাঠে হাজির হয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মী আগামীকাল সমাবেশ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই বিএনপি নেতাকর্মীদের দখলে চলে গেছে মাঠটি। তবে বিএনপিকে এই মাঠে সমাবেশ করতে অনুমতি দিতে আপত্তি জানিয়েছে মাঠটির পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটি বলছে, উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে রাজনৈতিক সমাবেশের কারণে মাঠটি ক্ষতিগ্রস্ত হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নগর প্রশসন। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপি’র কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) এখন পর্যন্ত কোনও আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এতে আরও বলা হয়, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)” শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের আওতায় গোলাপবাগ খেলার মাঠে সীমানা প্রাচীর ও বেষ্টনী, প্যাভিলিয়ন, ড্রেসিং রুম, বাস্কেটবল গ্রাউন্ড, নর্দমা, হাঁটার পথ, পাঠাগার ভবন (লাইব্রেরি বিল্ডিং), বাজার (মার্কেট বিল্ডিং) ইত্যাদি অনুষঙ্গের উন্নয়নসহ গোলাপবাগ খেলার মাঠকে শুধু খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে।
মাঠের উন্নয়নে প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা প্রায় সমাপ্তির পথে। শীঘ্রই এই মাঠ উদ্বোধনে তারিখ নির্ধারণ করার পর্যায়ে রয়েছে। সুতরাং প্রকল্পের এই পর্যায়ে গোলাপবাগ খেলার মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এএ