স্বর্ণের মজুদ বেড়েছে চীনে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১০ ০৯:০৯:৫৫
চীনে তিন বছরের মধ্যে গত মাসে স্বর্ণের মজুদ বেড়েছে। ৬ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ঊর্ধ্বমুখী চাহিদা পূরণ ও বাজার নিয়ন্ত্রণে রাখতে মজুদ বাড়ানো হয়েছে।
ব্যাংকটি জানায়, গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের নতুন করে ৩২ টন স্বর্ণ যুক্ত হয়েছে। যার মূল্য ১৮০ কোটি ডলার। এর মধ্য দিয়ে মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৮০ টনে। যার মূল্য ১১ হাজার ২০০ কোটি ডলার। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথম মজুদ বাড়ল।
চীনের স্বর্ণের জাতীয় মজুদ বিশ্বের ষষ্ঠ বৃহৎ। শীর্ষে রয়েছে রাশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্র। এসব দেশে মোট ৮ হাজার ১৩৩ দশমিক ৫ টন স্বর্ণ মজুদ রয়েছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল গত মাসে জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সব মিলিয়ে ৩৯৯ টন স্বর্ণ কিনেছে। এখন পর্যন্ত চলতি বছর এটিই সর্বোচ্চ ক্রয়।
কাউন্সিল জানায়, কেন্দ্রীয় ব্যাংকগুলো যেসব স্বর্ণ ক্রয় করেছে, সেগুলোর কোনো ঘোষণা দেয়া হয়নি। এ থেকে অনুমান করা যায়, রাশিয়া ও চীনের মতো দেশগুলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের ঊর্ধ্বমুখী চাহিদা ধাতুটির স্থানীয় চাহিদা ও দামকে স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৭৭৫ ডলারে অবস্থান করছে।
এনজে