বিএনপির গণসমাবেশের মঞ্চ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১০ ১০:২৭:২৫
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ আজ শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে শুরু হবে। শুক্রবার দিবাগত রাতেই গোলাপবাগ মাঠে প্রস্তুত করা হয়েছে গণসমাবেশের মঞ্চ।
শনিবার সকালে দেখা যায়, আগত বিএনপির নেতাকর্মী গোলাপবাগ ছাড়িয়ে ধলপুর, মানিকনগর ও সায়েদাবাদ পর্যন্ত বিস্তৃতি ঘটেছে। শুক্রবার বিকালে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। এরপর থেকে নেতাকর্মীরা জমা হতে থাকেন সেখানে।
অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে গণসমাবেশের জন্য বিএনপিকে গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা ৩৭ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্ত সাপেক্ষে এই অনুমতি প্রদান করেন।
এম জি