অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের বিচারের আওতায় আনতে হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১০ ১৪:২৬:৩৪
যারা রাজনীতির নামে মানুষ পোড়ায় তাদের রাজনীতি থেকে বিদায় দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১০ ডিসেম্বর) বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ দাবি করেন, খালেদা জিয়া, তারেক জিয়া ও মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা অগ্নি সন্ত্রাসের হুকুম দাতা। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
অগ্নিসন্ত্রাসের আর্তনাদ ব্যানারে এই কর্মসূচিতে পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
এম জি