ইশানের ডাবল সেঞ্চুরি, কোহলির সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১২-১০ ১৫:১৪:৪৫
চট্টগ্রামের মাটিতে ঝড় তুলে ডাবল সেঞ্চুরি করেছেন ইশান কিষান। তরুণ ভারতীয় এ ব্যাটার নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে দেখা পেলেন ডাবল সেঞ্চুরি। অনন্য এ রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় স্থান করে নিলেন এ ব্যাটার। ১২৬ বলে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
তবে ইশান এবাদতের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও তান্ডব চালাচ্ছেন বিরাট কোহলি। তিনিও ৯০ বলে ১১৩ রানে ক্রিজে আছেন।