এডিএন টেলিকমের ১৯তম এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১২ ১৩:৩৫:৩১
তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড এর ১৯তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে এই এজিএম অনুষ্ঠিত হয়।
এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব এফসিএস মোঃ মনির হোসেন।
সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা ছাড়াও শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ১০% ক্যাশ ডিভিডেন্ট প্রদানের এজেন্ডা অনুমোদিত হয় এবং বিশেষ এজেন্ডা হিসাবে IPO Fund-এর পরিবর্তিত Utilization & Time Extention সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উক্ত সভায় প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মঈনুল ইসলাম, মোঃ মাহফুজ আলী সোহেল, নিয়াজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল ও খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন, বোর্ডের উপদেষ্টা জহির আহমেদসহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আবদুল আলীম, এফসিএ, সিআইএসএ উপস্থিত ছিলেন।