ভারতের ইস্পাত রফতানি কমেছে ৫৫ শতাংশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৩ ০৯:১৯:৩১
ভারতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে পরিশোধিত ইস্পাতি রফতানি কমে গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও নিচে নেমেছে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এপ্রিল-নভেম্বর পর্যন্ত পরিশোধিত ইস্পাত রফতানি ৫৫ শতাংশ কমে ৪৩ লাখ টনে নেমেছে। বিশ্বব্যাপী ধাতুটির চাহিদা কমে যাওয়া এবং কিছু ইস্পাত পণ্যে ভারতে রফতানি শুল্ক আরোপের সিদ্ধান্ত এ নিম্নমুখিতায় প্রভাব ফেলেছে।
যদিও গত মাসেই দেশটির সরকার এ শুল্ক প্রত্যাহার করেছে। তবে আবার ইউরোপসহ প্রথাগত বাজারগুলো থেকে রফতানিতে প্রবৃদ্ধি অর্জন দেশটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এ আট মাসে ভারত ৩৮ লাখ টন পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ২২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮ কোটি ১৯ লাখ টনে উন্নীত হয়েছে।
এপ্রিল-নভেম্বর পর্যন্ত দেশটিতে পরিশোধিত ইস্পাত উৎপাদন ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়ছে ৭ কোটি ৭৭ লাখ টনে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।
এনজে