ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৩ ১১:২০:১৪


টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হওয়ার সা‌ড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী রেললাই‌নে ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌য়েছে।

মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) সকাল ৯টার দি‌কে লাইনচ্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে অপসারণ ক‌রা হয়।

এর আগে, সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দি‌কে ওই রেলক্রসিংয়ে ঢাকাগামী মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হ‌ওয়ায় রেল যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়।

প‌শ্চিম রেলও‌য়ের অ্যাডিশনাল চিফ ই‌ঞ্জি‌নিয়ার লিয়াকত শরীফ বলেন, উত্তরবঙ্গ থে‌কে চালবা‌হী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এ সময় ট্রেন‌টি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় এক‌টি ব‌গির চার‌টি চাকাসহ লাইনচ্যুত হয়। প‌রে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দি‌কে ব‌গি‌টি উদ্ধার করা হয় এবং ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌য়।

এম জি