মরণাস্ত্র আছে কিনা দেখতেই বিএনপি অফিসে তল্লাশি চালায় পুলিশ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১৩ ১৬:৩১:২৯
বোমা পাওয়ার পর তদন্তের স্বার্থে পুলিশ নয়াপল্টনে বিএনপি অফিসে অভিযান চালিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অফিসের ভেতরে আর কোনো মারণাস্ত্র আছে কিনা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতেই হয়। সেজন্যই তল্লাশি চালানো হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের পিআইডি মিলনায়তনে ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, যে অফিসে বোমা পাওয়া যায়, সেখানে তো পুলিশ তল্লাশি করবেই। ককটেল ছাড়া অন্যকোনো বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখতে কার্যালয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ব্যাংকে টাকা রাখা নিয়ে একটি পত্রিকার রিপোর্টের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। বলেন, মুদ্রাস্ফীতির সাথে সুদের হারের তুলনা করে রিপোর্টে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। বিএনপির অভিযোগের জবাব দিতেই পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের চিঠি দিয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এম জি