আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ওষুধ ব্যবসায়ী গুলিবিদ্ধ
আপডেট: ২০১৬-০৪-০৪ ১৬:৩৮:৩৩
ঝিনাইদহ সদর উপজেলায় দোগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের ফয়েজ ও ইসাহাক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মফিজ উদ্দিন নামে এক ওষুধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ মুফিজ উদ্দিন একই উপজেলার মধুনাথপুর গ্রামের বাসিন্দা। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দোগাছি ইউনিয়নের মধুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে একই সময় ওই দু’গ্রুপের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সকালে সদর উপজেলায় মধুনাথপুর গ্রামে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের ফয়েজ ও ইসাহাক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে ১২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। তবে এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।