ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ১২ অর্থনৈতিক প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৩ ২০:১৮:১৫
দেশের অর্থনীতি নিয়ে কাজ করা ১২ অর্থনৈতিক প্রতিবেদক পেয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২। প্রতিবছরের মতো এবার মোট আট ক্যাটাগরিতে ১২জন গণমধ্যমকর্মীকে দেওয়া হয় এই সম্মাননা পুরস্কার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ এ মান্নান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআরএফ সভাপতি শারমিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের, চিফ কমিউনিকেশন কর্মকর্তা মাহফুজ সাদিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন। এই বিটে যারা কাজ করেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা করে থাকেন। অর্থনীতির সাংবাদিকদের অনেক রিপোর্ট আমি নিজেও পড়ি। অনেক কিছু শিখি আপনারদের প্রতিবেদন থেকে। ’
তিনি আরো বলেন, ‘আজকাল মূল্যস্ফীতি মজুরি নিয়ে সাধারণ মানুষের মাঝেও অনেক আগ্রহ। তারাও এই খবরগুলো পড়তে চায়। কিন্তু আমি অনেক সময় দেখি মূল্যস্ফীতি নিয়ে খবর বা মজুরি বৃদ্ধি নিয়ে খবর ভেতরের পাতায় থাকে। প্রথম পাতায় অপরাধ বা লাঠিসোঁটার খবর দিয়ে ভরপুর থাকে। ’
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড নির্বাচনে জুরি বোর্ডে ছিলেন ইআরএফ সাবেক সভাপতি খাজা মাইনুদ্দিন, চ্যানেল আইয়ের নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স সাইফুল আমিন ও ডিবিসি নিউজের অলিউর রহমান মিরাজ।
সামষ্টিক অর্থনীতিতে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে তিনজন অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রিন্টে ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, অনলাইনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ আলম খান এবং টেলিভিশনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আলম শাওন।
পুঁজিবাজার ক্যাটাগরিতে দুইজন পেয়েছেন। প্রিন্টে ও অনলাইনে প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন এবং যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন।
ব্যাংক ও বিমা ক্যাটাগরিতে প্রিন্ট ও অনলাইনে দুইজন মিলে একটি পুরস্কার পান। তারা হলেন দৈনিক বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মৌসুমি ইসলাম ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব তনু। টেলিভিশনে নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামান।
অনুসন্ধানী ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে পুরস্কার পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান।
এ ছাড়া বেসরকারি খাত ক্যাটাগরিতেও প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে দুইজনকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়। যৌথভাবে এই পুরস্কার পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ কাজল ও শুভঙ্কর কর্মকার।
আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়। ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম এ পুরস্কার পান।
কৃষি অর্থনীতি ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব তনু এ পুরস্কার পান। রাজস্ব খাত ক্যাটাগরিতে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশনে একজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ কাজল এ পুরস্কার পান।
এএ