বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১২-১৪ ০৯:৪০:১৯
বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার মূল্যবান ধাতুটির বেচাকেনায় উত্থান-পতন লক্ষ করা যায়নি। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদনে প্রকাশ ও ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা। এ সময় তারা লেনদেন বা বিনিয়োগে সাবধানতা অবলম্বন করছেন। খবর রয়টার্স।
মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম মাত্র দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৮৩ ডলারে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্যও দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ৭৯৩ ডলার ৯০ সেন্ট। এদিকে ডলারের মূল্যসূচক দশমিক ১ শতাংশ কমেছে। এর ফলে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে লেনদেন হওয়া স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, এবার ফেড সুদের হার বাড়ানোর গতি শ্লথ করতে পারে। এটি স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। কারণ এটি স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ ব্যয় কমাবে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে গতকাল রৌপ্যের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২৩ ডলার ৩৪ সেন্টে উন্নীত হয়েছে। তবে প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৯৯৮ ডলার ৫১ সেন্টে নেমেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৯৪ ডলার ৭৫ সেন্ট।
এনজে