শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৪ ১১:২৫:৩২


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নং টার্মিনালে দুটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ফায়ারসার্ভিসের ১টি ইউনিট বিমানবন্দরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

এম জি