কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৪ ১১:৪৩:৫১


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই ইউনিয়নের রাইটা-ভেড়ামারা সড়কের মাঝামাঝি বাঁকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫)।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির যাত্রী রুহুল আমিন ও মজনু নিহত হন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রুহুল ও মজনুকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত মজনুর স্ত্রী। তবে এ ঘটনার পরে কাভার্ড ভ্যান ও সিএনজির চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত দুজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এম জি