‘প্রচলিত আইনেই তনু হত্যার বিচার’
আপডেট: ২০১৬-০৪-০৪ ১৬:৩৭:৩৪
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রচলিত আইনেই সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রচলিত আইনে বড় বড় মামলার বিচার হতে পারলে তনু হত্যার বিচার কেন হবে না।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে একটি সূত্রে জানা গেছে।
মন্ত্রিসভার একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তনু হত্যা প্রসঙ্গে প্রধান বিচারপতির দেয়া সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করে।
প্রধানমন্ত্রী বলেন, “অনেক বড় বড় মামলা প্রচলিত আইনেই বিচার হচ্ছে। তনু হত্যার বিচার কেন সম্ভব হবে না।”প্রচলিত আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়, প্রধান বিচারপতির এ বক্তব্য খতিয়ে দেখতে আইনমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে আইনমন্ত্রী ও আইনসচিব দুজনই প্রধানমন্ত্রীকে জানান, প্রচলিত আইনেই তনু হত্যার বিচার সম্ভব।
এর আগে শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, “তনু হত্যার ঘটনা একটি আধুনিক অপরাধ। পুরনো ফৌজদারি আইন দিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার সম্ভব নয়। এ ঘটনার তদন্ত করতে হবে নতুন ডিজিটালাইজইড পন্থায়। যতই আমরা মিছিল করি না কেন, পুরনো আইন দিয়ে তা সম্ভব না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশে আইনের সংস্কার ও আইন কমিশন’ এবং ‘সিলেক্টেড রাইটিংস অন ইন্টারন্যাশনাল ল’: কনস্টিটিউশনাল ল অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সানবিডি/ঢাকা/আহো