দর বৃদ্ধির শীর্ষে নর্দার্ন জুট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৪ ১৫:৩৩:৫১
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৪০০ বারে ২৭ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কোহিনুর কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪৬১ বারে ১ লাখ ১ হাজার ৯৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪০৩ বারে ৭৫ লাখ ৬৬ হাজার ২৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সোনালী আঁশের ৫.৩২ শতাংশ, কে এন্ড কিউয়ের ৩.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৬৮ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৬৪ শতাংশ, জেমিনি সী ফুডের ২ শতাংশ, সমরিতা হসপিটালের ১.৯৫ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস