দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১২-১৪ ১৫:৪৫:১৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১ বারে ১ লাখ ১ হাজার ৪৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মুন্নু এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৭১ বারে ১ লাখ ৭১ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৮ বারে ৯ হাজার ৮১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.৩৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৩.১৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২.৯৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ২.৯৪ শতাংশ, বিডিকমের ২.৯৩ শতাংশ, হাক্কানি পাল্পের ২.৮১ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ২.৭৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস