পঞ্চগড়ে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৪ ১৬:৩০:৪২


পঞ্চগড়ে সিভিল মামলায় সাজাপ্রাপ্ত সলেমান আলী (৫৫) নামের এক কয়েদি হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সলেমান আলী জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী এলাকার মোহমদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত চার-পাঁচদিন আগে সিভিল মামলায় এক মাসের সাজা হয় সলেমান আলীর। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। গত ১২ ডিসেম্বর শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

আই এইচ